Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- বেদ : সংহিতা ও উপনিষৎ, ১
বেদ : সংহিতা ও উপনিষৎ
১
পিতা নোহসি
পিতা নো বোধি
নমস্তেহস্তু
মা মা হিংসীঃ।
— শুক্লযজুর্বেদ, ৩৭ . ২০
বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুব
যদ্ভদ্রং তন্ন আসুব॥
— শুক্লযজুর্বেদ, ৩০ . ৩
নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ
নমঃ শংকরায় চ ময়স্করায় চ
নমঃ শিবায় চ শিবতরায় চ॥
— শুক্লযজুর্বেদ, ১৬ . ৪১
তুমি আমাদের পিতা,
তোমায় পিতা বলে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না কোরো না রোষ
হে পিতা, হে দেব, দূর করে দাও
যত পাপ যত দোষ —
যাহা ভালো তাই দাও আমাদের
যাহাতে তোমার তোষ।
তোমা হতে সব সুখ হে পিতা,
তোমা হতে সব ভালো —
তোমাতেই সব সুখ হে পিতা,