তোমার দিগন্তে তার খেলা।
সেথায় ধরা - ছোঁওয়ার - অতীত মেঘে নানা রঙের ভাষা ,
সেথায় আলো - ছায়ার মেলা।
তোমার প্রথম জাগরণের চোখে উষার শুকতারা
যদি তাহার স্মৃতি আনে
তবে যেন সে পায় ভাবের মূর্তি রূপের - বাঁধন - হারা
তোমার সুর - বাহারের গানে।
তোমার জন্মদিনে আমার
কাছের দিনের নেই তো সাঁকো।
দূরের থেকে রাতের তীরে
বলি তোমায় পিছন ফিরে
‘ খুশি থাকো '।
দিনশেষের সূর্য যেমন
ধরার ভালে বুলায় আলো,
ক্ষণেক দাঁড়ায় অস্তকোলে,
যাবার আগে যায় সে ব'লে
‘ থেকো ভালো '।
জীবনদিনের প্রহর আমার
সাঁঝের ধেনু — প্রদোষ - ছায়ায়
চারণ - শ্রান্ত ভ্রমণ - সারা
সন্ধ্যাতারার সঙ্গে তারা
মিলিতে যায়।
মুখ ফিরিয়ে পশ্চিমেতে
বারেক যদি দাঁড়াও আসি
আঁধার গোষ্ঠে এই রাখালের