
Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
কবিতা - অবসাদ,২
কবিতা
তাই বলি দেবি —
সংসারের ভগ্নোদ্যম, অবসন্ন, দুর্বল পথিকে
করো গো জীবন দান তোমার ও অমৃত-নিষেকে।
তাই বলি দেবি —
সংসারের ভগ্নোদ্যম, অবসন্ন, দুর্বল পথিকে
করো গো জীবন দান তোমার ও অমৃত-নিষেকে।