Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
বীথিকা- আদিতম, ২
বীথিকা
অরণ্যমর্মর - সংগীতে।
ওই তরু ওই লতা ওরা সবে
মুখরিত কুসুমে ও পল্লবে—
সেই মহাবাণীময় গহনমৌনতলে
নির্বাক স্থলে জলে
শুনি আদি - ওংকার,
শুনি মূক গুঞ্জন অগোচর চেতনার।
ধরণীর ধূলি হতে তারার সীমার কাছে
কথাহারা যে ভুবন ব্যাপিয়াছে
তার মাঝে নিই স্থান,
চেয়ে - থাকা দুই চোখে বাজে ধ্বনিহীন গান।