Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
সেঁজুতি - পরিচয়,২
সেঁজুতি
নূতন কালের নব যাত্রী ছেলেমেয়ে
শুধাইছে দূর হতে চেয়ে,
‘ সন্ধ্যার তারার দিকে
বহিয়া চলেছে তরণী কে। '
সেতারেতে বাঁধিলাম তার,
গাহিলাম আরবার —
মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।