Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
ছড়ার ছবি - যোগীনদা, ৫
ছড়ার ছবি
কানে মোচড় খেয়ে টাকা ফেরত দিয়েছে সে। ”
“ কেন তুমি ফিরে এলে ” চেঁচাই চারি পাশে,
যোগীনদাদা একটু কেবল হাসে।
তার পরে তো শুতে গেলেম , আধেক রাত্রি ধ ' রে
শহরগুলোর নাম যত সব মাথার মধ্যে ঘোরে।
ভারতভূমির সব ঠিকানাই ভুলি যদি দৈবে,
যোগীনদাদার ভূগোল-গোলা গল্প মনে রইবে।
“ কেন তুমি ফিরে এলে ” চেঁচাই চারি পাশে,
যোগীনদাদা একটু কেবল হাসে।
তার পরে তো শুতে গেলেম , আধেক রাত্রি ধ ' রে
শহরগুলোর নাম যত সব মাথার মধ্যে ঘোরে।
ভারতভূমির সব ঠিকানাই ভুলি যদি দৈবে,
যোগীনদাদার ভূগোল-গোলা গল্প মনে রইবে।