
Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ৪৯
স্ফুলিঙ্গ
১৮৩
ভেসে-যাওয়া ফুল
ধরিতে নারে,
ধরিবারই ঢেউ
ছুটায় তারে।
১৮৪
ভোলানাথের খেলার তরে
খেলনা বানাই আমি।
এই বেলাকার খেলাটি তার
ওই বেলা যায় থামি।
১৮৫
মনের আকাশে তার
দিক্সীমানা বেয়ে
বিবাগি স্বপনপাখি
চলিয়াছে ধেয়ে।
১৮৬
মর্তজীবনের
শুধিব যত ধার
অমরজীবনের
লভিব অধিকার।
১৮৭
মাটিতে দুর্ভাগার
ভেঙেছে বাসা,