Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
রোগশয্যায় - ১৭
১৭
কখন ঘুমিয়েছিনু,
জেগে উঠে দেখিলাম —
কমলালেবুর ঝুড়ি
পায়ের কাছেতে
কে গিয়েছে রেখে।
কল্পনায় ডানা মেলে
অনুমান ঘুরে ঘুরে ফিরে
একে একে নানা স্নিগ্ধ নামে।
স্পষ্ট জানি না ' ই জানি,
এক অজানারে লয়ে
নানা নাম মিলিল আসিয়া
নানা দিক হতে।
এক নামে সব নাম সত্য হয়ে উঠি
দানের ঘটায়ে দিল
পূর্ণ সার্থকতা।