Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
সানাই - নামকরণ, ১
নামকরণ
বাদলবেলায় গৃহকোণে
রেশমে পশমে জামা বোনে,
নীরবে আমার লেখা শোনে,
তাই সে আমার শোনামণি।
প্রচলিত ডাক নয় এ যে
দরদীর মুখে ওঠে বেজে,
পন্ডিতে দেয় নাই মেজে —
প্রাণের ভাষাই এর খনি।
সেও জানে আর জানি আমি
এ মোর নেহাত পাগলামি —
ডাক শুনে কাজ যায় থামি,
কঙ্কণ ওঠে কনকনি।
সে হাসে, আমিও তাই হাসি —
জবাবে ঘটে না কোনো বাধা।
অভিধান-বর্জিত ব ' লে
মানে আমাদের কাছে সাদা।
কেহ নাহি জানে কোন্ খনে
পশমের শিল্পের সাথে
সুকুমার হাতের নাচনে
নূতন নামের ধ্বনি গাঁথে
শোনামণি, ওগো সুনয়নী।