Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
পুনশ্চ-নূতন কাল, ৩
পুনশ্চ
তুমি গেলে সেইখানেই
যেখানে আমার পুরোনো কাল অবগুণ্ঠিত মুখে চলে গেল,
যেখানে পুরাতনের গান রয়েছে চিরন্তন হয়ে।
আর, একলা আমি আজও এই নতুনের ভিড়ে বেড়াই ধাক্কা খেয়ে,
যেখানে আজ আছে কাল নেই।