Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
পরিশেষ - আরেক দিন, ২
পরিশেষ
ডাকবাবুদের কাছে
শুধাই এসে, ‘ আমার নামে চিঠিপত্তর আছে?'
জবাব পেলেম, ‘ কই, কিছু তো নেই। '
শুনে তখন নতশিরে আপন-মনেতেই
অন্ধকারে ধীরে ধীরে
আসছি যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে,
শুনতে পেলেম পিছন দিকে
করুণ গলায় কে অজানা বললে হঠাৎ কোন্ পথিকে —
‘ মাথা খেয়ো, কাল কোরো না দেরি। '
ইতিহাসের বাকিটুকু আঁধার দিল ঘেরি।
বক্ষে আমার বাজিয়ে দিল গভীর বেদনা সে
পঁচিশ - বছর-বয়স-কালের ভুবনখানির একটি দীর্ঘশ্বাসে,
যে ভুবনে সন্ধ্যাতারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে
কাঁকর-ঢালা পথের'পরে ডাক-পিয়নের পদধ্বনির সুরে।