Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
পরিশেষ - বর্ষশেষ, ৩
পরিশেষ
আজি এই বৎসরের বিদায়ের শেষ আয়োজন —
মৃত্যু, তুমি ঘুচাও গুণ্ঠন।
কত কী গিয়েছে ঝরে — জানি জানি, কত স্নেহ প্রীতি
নিবায়ে গিয়েছে দীপ, রাখে নাই স্মৃতি।
মৃত্যু, তব হাত পূর্ণ জীবনের মৃত্যুহীন ক্ষণে,
ওগো শেষ, অশেষের ধনে।