Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
শিশু- বনবাস, ৩
শিশু
লক্ষ্মণ ভাই যদি আমার
থাকত সাথে সাথে।
ঠাকুরদাদার মতো বনে
আছেন ঋষি মুনি,
তাঁদের পায়ে প্রণাম করে
গল্প অনেক শুনি।
রাক্ষসেরে ভয় করি নে,
আছে গুহক মিতা—
রাবণ আমার কী করবে মা,
নেই তো আমার সীতা।
হনুমানকে যত্ন করে
খাওয়াই দুধে - ভাতে—
লক্ষ্মণ ভাই যদি আমার
থাকত সাথে সাথে।
মা গো, আমায় দে - না কেন
একটি ছোটো ভাই—
দুইজনেতে মিলে আমরা
বনে চলে যাই।
আমাকে মা, শিখিয়ে দিবি
রাম - যাত্রার গান,
মাথায় বেঁধে দিবি চুড়ো,
হাতে ধনুক - বাণ।
চিত্রকূটের পাহাড়ে যাই
এম্নি বরষাতে—
লক্ষ্মণ ভাই যদি আমার
থাকত সাথে সাথে।