Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
শিশু-ভুমিকা, ২
শিশু
হাসে সাগর - বেলা।
ভীষণ ঢেউ শিশুর কানে
রচিছে গাথা তরল তানে,
দোলনা ধরি যেমন গানে
জননী দেয় ঠেলা।
সাগর খেলে শিশুর সাথে,
হাসে সাগর - বেলা।
জগৎ - পারাবারের তীরে
ছেলেরা করে মেলা।
ঝঞ্ঝা ফিরে গগনতলে,
তরণী ডুবে সুদূর জলে,
মরণ - দূত উড়িয়া চলে,
ছেলেরা করে খেলা।
জগৎ - পারাবারের তীরে
শিশুর মহামেলা।