নিষ্ফল মম জীবন, নীরস মম ভুবন,
শূন্য হৃদয় পূরণ করো মাধুরীসুধা দিয়ে॥ স্বরলিপি [1]
হায় রে, হায় রে নূপুর,
তার করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জন সুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে রাখিলি ধরিয়া
বিরহ ভরিয়া স্মরণ সুমধুর–
তার কোমলচরণস্মরণ সুমধুর।
তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে প্রাণ মম নিষ্ঠুর॥ স্বরলিপি [2]
নেপথ্যে। সব-কিছু কেন নিল না, নিল না, নিল না,
নিল না ভালোবাসা–
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটালো না যত কিছু দ্বন্দ্বেরে–
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা,
সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
প্রেমের আনন্দেরে–
ভালো আর মন্দেরে॥ স্বরলিপি [3]
বজ্রসেন। এসো, এসো, এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে॥ স্বরলিপি [4]
Links:
[1] http://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_72.xml
[2] http://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_73.xml
[3] http://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_74.xml
[4] http://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D19_75.xml