Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - মিলন,২
খেয়া
আলোক আমার তনুতে— কেমনে
মিলে গেছে মোর তনুতে।
তাই এ গগনভরা প্রভাত পশিল
আমার অণুতে অণুতে।
আজ ত্রিভুবন - জোড়া কাহার বক্ষে
দেহ মন মোর ফুরালো— যেন রে
নিঃশেষে আজি ফুরালো।
আজ যেখানে যা হেরি সকলেরি মাঝে
জুড়ালো জীবন জুড়ালো— আমার
আদি ও অন্ত জুড়ালো।