Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - পথিক,২
খেয়া
বচনহারা অচেনা অদ্ভুত
তোমার কাছে পাঠালো কোন্ দূত।
এ মেলা যদি না লাগে তব ভালো,
শান্তি যদি না মানে তব প্রাণ,
সভার তবে নিবায়ে দিব আলো,
বাঁশির তবে থামায়ে দিব তান।
স্তব্ধ মোরা আঁধারে রব বসি,
ঝিল্লিরব উঠিবে জেগে বনে,
কৃষ্ণরাতে প্রাচীন ক্ষীণ শশী
চক্ষে তব চাহিবে বাতায়নে।
পথপাগল পথিক, রাখো কথা,
নিশীথে তব কেন এ অধীরতা।