Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
খেয়া - জাগরণ,২
খেয়া
সে যেন মোর সুখের স্বপন
দাঁড়াবে সম্মুখে।
সে আসবে মোর চোখের ’পরে
সকল আলোর আগে,
তাহারি রূপ মোর প্রভাতের
প্রথম হয়ে জাগে।
প্রথম চমক লাগবে সুখে
চেয়ে তারি করুণ মুখে,
চিত্ত আমার উঠবে কেঁপে
তার চেতনায় ভ’রে—
তোরা আমায় জাগাস নে কেউ,
জাগাবে সেই মোরে।