Published on রবীন্দ্র রচনাবলী (http://rabindra-rachanabali.nltr.org)
ক্ষণিকা - কবি, ৩
ক্ষণিকা
কবি যেন আজন্মকাল
দুখের কাব্য লেখেন সুখে।
কাব্য যেমন কবি যেন
তেমন নাহি হয় গো।
বুদ্ধি যেন একটু থাকে,
স্নানাহারের নিয়ম রাখে,
সহজ লোকের মতোই যেন
সরল গদ্য কয় গো।