ঠিক যে কোথায় হাসতে হবে
একেক সময় দিব্যি বুঝে।
সামনে যখন অন্ন থাকে
থাকে না সে অন্যমনে,
সঙ্গীদলের সাড়া পেলে
রয় না বসে ঘরের কোণে।
বন্ধুরা কয় ‘ লোকটা রসিক',
কয় কি তারা মিথ্যামিথ্যি?
শত্রুরা কয় ‘ লোকটা হাল্কা',
কিছু কি তার নাইকো ভিত্তি?
কাব্য দেখে যেমন ভাব
কবি তেমন নয় গো।
চাঁদের পানে চক্ষু তুলে
রয় না পড়ে নদীর কূলে,
গভীর দুঃখ ইত্যাদি সব
মনের সুখেই বয় গো।
সুখে আছি লিখতে গেলে
লোকে বলে, ‘ প্রাণটা ক্ষুদ্র!
আশাটা এর নয়কো বিরাট,
পিপাসা এর নয়কো রুদ্র। '
পাঠকদলে তুচ্ছ করে,
অনেক কথা বলে কঠোর—
বলে, ‘ একটু হেসে - খেলেই
ভরে যায় এর মনের জঠর। '
কবিরে তাই ছন্দে বন্ধে
বানাতে হয় দুখের দলিল।
মিথ্যা যদি হয় সে তবু
ফেলো পাঠক চোখের সলিল।
তাহার পরে আশিস কোরো
রুদ্ধকণ্ঠে ক্ষুব্ধবুকে,